মুন্সীগঞ্জে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার এলাকায় এক বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তানিয়া আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, স্বামী মোহাম্মদ অপু তাঁকে দুদিন আগে হত্যা করে পালিয়েছে।
নিহত তানিয়া উপজেলার আউশাই ইউনিয়নের কুকু ছৈয়ালের মেয়ে। কাঠমিস্ত্রি অপুর বাড়ি শরীয়তপুরে। ছয় মাস আগে এই এলাকায় নূর ইসলাম খাঁর বাড়িতে ঘর ভাড়া নেন তাঁরা।
প্রতিবেশীরা জানান, অপু প্রায়ই তানিয়াকে মারধর করতেন। গত দুদিন অপুকে দেখা যায়নি। আজ সকালে তাঁদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী ঘরে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় তানিয়ার লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এর পর পুলিশে খবর দেন।
টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোর্শেদ জানান, ঘটনাটি কয়দিন আগের, তা সঠিক বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতের ঘটনা। লাশ উদ্ধার করা হয়েছে; মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।