অস্ত্রসহ নড়াইল ছাত্রশিবির সেক্রেটারি গ্রেপ্তার
নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে নড়াইল শহরসংলগ্ন মালিবাগ মোড়ে একটি মোটরসাইকেল তল্লাশিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল এবং বেশ কিছু ‘জিহাদি’ বই এবং সিডি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ খুলনার সিদ্দিকিয়া মাদাসার শিবিরের বায়তুল মাল সম্পাদক আবদুর রহিম ও খাসিয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি রিমন মোল্লাকে আটক করা হয়েছে।
এরপর দুপুরে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, শিবির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।