চিরনিদ্রায় শায়িত মুক্তিযুদ্ধের সংগঠক এম আবদুর রহিম
নিজ গ্রাম দিনাজপুরের জালালপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সংবিধানপ্রণেতা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম আবদুর রহিম। আজ সোমবার দুপুরে চতুর্থ শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
এর আগে বেলা ১১টায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এম আবদুর রহিমের তৃতীয় জানাজায় অংশ নেন লাখো মানুষ। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজায় বক্তব্য রাখেন এম আবদুর রহিমের ছেলে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য ইকবালুর রহিম।
হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের এই সংগঠকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দুপুর ২টায় সদর উপজেলার আট নম্বর শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ নামাজে জানাজার পর নিজ গ্রাম জালালপুরে পারিবারিক কবরস্থানে এম আবদুর রহিমকে সমাহিত করা হয়।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম আবদুর রহিম (৮৯)। স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।