জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মিকুকে নড়াইলে গণসংবর্ধনা
নড়াইলে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে ২০১১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হওয়ায় নড়াইলবাসীর পক্ষ থেকে আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি আগামীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরো ভূমিকা রাখার প্রতিজ্ঞা করেন।
এর আগে সকালে যশোর বিমানবন্দরে পৌঁছানোর পর মিকুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে গাড়ির বহর নিয়ে তাঁকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আনা হয়। পথে বিভিন্ন স্থানে আশিকুর রহমান মিকুকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।