রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আজুগাড়া গ্রামে গতকাল বুধবার রাতে সার্বজনীন কালীমন্দিরের একটি শীতলা প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকার লোকজন জানান, সরকারি জমির ওপর নির্মিত কালীমন্দিরে প্রতিবছরের বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে শীতলা ও কালীপূজা হয়ে থাকে। পূজার পর প্রতিমা মন্দিরেই রাখা হয়। গতকাল বুধবার রাতের কোনো একসময় কে বা কারা এই শীতলা প্রতিমার মাথা ভেঙে নিচে ফেলে দেয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তাঁদের।
এদিকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবীর, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মন্দির স্থাপন নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দুটি পক্ষের বিরোধের জের ধরে না কি কোনো জীবজন্তু মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।