রোববার পতাকা হাতে রাস্তায় নামবেন ব্যবসায়ীরা
হরতাল-অবরোধের বিরুদ্ধে আগামী রোববার সারা দেশের ব্যবসায়ীদের পতাকা হাতে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এফবিসিসিআইয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামী রোববার দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা যে যেখানে আছেন, সেখান থেকেই কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসবেন। সুযোগ পেলে দুই নেত্রীর সঙ্গে দেখা করে সংলাপের কথা বলব। সরকারকে বলব, প্রয়োজনে আইন করে হরতাল-অবরোধ বন্ধ করুন।
‘সবার ওপরে দেশ। দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও, হরতাল অবরোধ আইন করে বন্ধ কর’ স্লোগানে রাজপথে দাঁড়াবেন ব্যবসায়ীরা। এর আগে ২০১৩ সালেও যখন দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তখনো ব্যবসায়ীরা শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন।
সভায় বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা কর্মসূচি সফল করার আশ্বাস দেন। এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মিসেস মোনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলাল উদ্দিনসহ বিজিএমইএ ও সব ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।
বক্তারা বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই, আগুনে পুড়ে মরতে চাই না। আমরা শান্তিতে ব্যবসা করতে চাই।’ হরতাল-অবরোধে প্রতিনিয়ত ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সরকারের পক্ষ থেকে তার ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানান তাঁরা।
ব্যবসায়ী নেতারা দাবি করেন, এখন পর্যন্ত ৩১ দিনের হরতাল-অবরোধে তাঁদের ৭০-৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসা-বাণিজ্যের এমন অবস্থা হয়েছে যে, তাঁরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না, ব্যাংকের সুদ দিতে পারছেন না।