টাঙ্গাইলে ‘ডাকাতির’ প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘ডাকাতদলের’ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পৌর সদরের পোস্টকামুরী মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয় বলে মির্জাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আবু তালেব জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া সাতজন হলো মির্জাপুর পৌর এলাকার রউফ মিয়া (৩৫), পৌর এলাকার পোস্টকামুরী সওদাগড়পাড়া গ্রামের টিপু মিয়া (২০), লুৎফর রহমান (২৫), শহিদুল ইসলাম সোহেল (২৫), বাইমহাটী সওদাগড়পাড়ার রাব্বি ইসলাম (১৮), মিল্টন মিয়া (২০) ও ভাতগ্রাম ইউনিয়নের সিঞ্জুরি গ্রামের সোহেল (২০)।
এ সময় বাইমহাটী গ্রামের রাফি মিয়া (১৮), পোস্টকামুরী গ্রামের কাউছার (২২), সিঅ্যান্ডবি কলোনির বাসিন্দা আল আমিন (১৮), শাহিন, সাকিব ও রাকিব পুলিশের উপস্থিতি টের পেয়ে নদী সাঁতরে পালিয়ে যায় বলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাকাতদলের সদস্যরা মহাসড়কের পোস্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।