হাকিমপুর মহিলা কলেজে সন্ত্রাসবিরোধী সভা ও নবীন বরণ
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভার আয়োজন করেছে দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ। আজ বুধবার দুপুরে একইসাথে কলেজটিতে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণও অনুষ্ঠিত হয়।
কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি কবীর উদ্দীন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মামুনুর রশিদ আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সবুর, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।