ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গা, পাকুল্লা, মির্জাপুর, গোড়াই, ক্যাডেট কলেজসহ বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, যানজটে মহাসড়কে খুবই ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও দেখা গেছে, একপাশে গাড়ি চললেও অন্যপাশ পুরো বন্ধ আছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করোটিয়া বাইপাস এলাকায় একটি বড় মালবাহী গাড়ি বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়। এ এলাকায় খুবই ধীরগতিতে থেমে থেমে চলাচল করছে গাড়ি।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।