তিন নারী ফুটবলারের পড়ালেখার দায়িত্ব নিল প্রশাসন
এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতার গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের তিন সদস্যের পড়ালেখার দায়িত্ব নিয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সম্মেলনকক্ষে অনূর্ধ্ব-১৬ দলের কোচসহ তিন ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় ডিসি মো. মাহবুব হোসেন উল্লিখিত ঘোষণা দেন।
বাংলাদেশের কৃতী এই তিন নারী ফুটবলার হলো অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক টাঙ্গাইলের গোপালপুরের মেয়ে কৃষ্ণা রানী সরকার এবং তাঁর দুই সতীর্থ জ্যোৎস্না আক্তার ও রুমা আক্তার।
ডিসি জানান, পড়ালেখা বাবদ এ তিনজনের প্রত্যেকের পরিবারকে মাসে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু করছেন, যার ফল হিসেবে আজকের এই সফলতা এসেছে।’
ডিসি মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী তালুকদার, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ।
অতিথিরা অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও তিন খেলোয়াড়ের হাতে ফুল, ক্রেস্ট ও অর্থ তুলে দেন। এ ছাড়া এক ব্যবসায়ী তিনজন খেলোয়াড়কে ট্রাভেল ব্যাগ, ট্রাউজার ও ট্র্যাকশুট দেন।