পদ্মা-মেঘনায় আবার জাল ফেলছেন জেলেরা
মার্চ-এপ্রিল দুই মাস বিরতির পর আজ শুক্রবার থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। নিষিদ্ধ কারেন্ট জাল ছাড়া সব ধরনের জাল দিয়ে মাছ ধরতে পারবেন তাঁরা।
২০০৬ সাল থেকে ইলিশসম্পদের উন্নয়নে সরকার চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করে। এ জন্য মার্চ-এপ্রিলে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এই সময়ে যদি কেউ মাছ ধরে বা নদীতে জাল ফেলে তবে তাঁর বিরুদ্ধে কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া ও পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।