আটরশিতে শেষ হলো ফাতেহা শরিফ
ফরিদপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের প্রয়াত পীর আলহাজ মো. হাসমত আলীর ওফাত দিবস উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী ফাতেহা শরিফ আজ শুক্রবার শেষ হয়েছে। বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দুদিনের ধর্মীয় অনুষ্ঠান।
ফাতেহা শরিফ উপলক্ষে গত বুধবার থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে জাকের মঞ্জিল ও এর আশপাশের গোটা এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও জাকেরানরা সমবেত হন। গত দুদিন এবাদত-বন্দেগি, ওয়াজ-নছিহত, মিলাদ মাহফিল ও ওয়াক্তের নামাজে শরিক হন আটরশির মুরিদানরা।
আখেরি মোনাজাতের আগে স্রোতের গতিতে লোকজন জাকের মঞ্জিলে আসতে থাকেন। ‘ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু’ ধ্বনিতে ধ্বনিত হতে থাকে আটরশি।
আজ শুক্রবার ফজরের নামাজের পর প্রয়াত পীরের রওজা শরিফ জিয়ারত করা হয়। এরপর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফাতেহা শরিফের কার্যক্রম শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রয়াত পীরের ছোট ছেলে বাংলাদেশ জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। মোনাজাতের সময় অনেককেই অঝোর ধারায় কাঁদতে দেখা যায়। এ সময় বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয় পুরো জাকের মঞ্জিলে।
জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, শুধু দেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয় বরং বিদেশ থেকেও অনেকেই এসেছেন দিবসটিকে সামনে রেখে। আটরশির বিশ্ব ওরস শরিফের পরে এই অনুষ্ঠানেই জাকেরানদের বৃহৎ জমায়েত ঘটে জাকের মঞ্জিলে।
গতবারের তুলনায় এবার মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল দাবি করে শামীম হায়দার আরো বলেন, বৃষ্টি-বাদল, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যে সংখ্যক মানুষ এবার সমবেত হয়েছে এখানে, তা কল্পনাতীত।