নির্বাচনের দায় সরকারের নয়, কমিশনের : গওহর রিজভী
তিন সিটি করপোরেশন নির্বাচনে কোনো ত্রুটি হয়ে থাকলে এর দায়-দায়িত্ব সরকারের নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেছেন, নির্বাচনের সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। কেননা সরকার নির্বাচন করেনি।
urgentPhoto
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী এসব কথা বলেন। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচনের দিন দুপুরের মধ্যে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করেন। একই অভিযোগে একই দিন বেশ কয়েকজন মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে এরই মধ্যে হতাশা প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
নির্বাচন নিয়ে বিদেশিদের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে গওহর রিজভী আজ সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন আমাদের। আমাদের দেশের। বাংলাদেশের। বিদেশিরা কী বলেছে না বলেছে সেটা না। আমাদের দেশের লোকেরা সন্তুষ্ট হয়েছে, এই নির্বাচনটা ঠিক হয়েছে।’
নির্বাচনের দায়-দায়িত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা বলেন, ‘এই নির্বাচনের দায়িত্ব হলো ইলেকশন কমিশনের। এটা সরকারের দায়িত্ব নয়। যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের নিশ্চয় এটাকে ইনভেস্টিগেট (তদন্ত) করা উচিত, করবে। আর যদি কেউ অন্যায় করে থাকে তাকে শাস্তি দেবে। এটা আমাদের দাবি, সবারই দাবি। কিন্তু এখানে সরকারকে দায়ী করা ঠিক না, সরকার এই ইলেকশন করেনি।’
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।