হাতকড়া নিয়ে হত্যা মামলার আসামির পলায়ন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোর্দটেংরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আসামি পালাতে সাহায্যের অভিযোগে এক যুবককে আটক করেছে।
পালিয়ে যাওয়া আসামি মামুন মণ্ডল খোর্দটেংরা গ্রামেরই বাসিন্দা। আটক পলাশ মণ্ডল মামুনের প্রতিবেশী।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এনটিভি অনলাইনকে বলেন, সম্প্রতি জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহতের ঘটনায় মামুনকে আসামি করা হয়। পুলিশ আজকে মামুনকে গ্রেপ্তার করে।
এ সময় প্রতিবেশী পলাশ তাঁর লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে ধাক্কাধাক্কি করে মামুনকে পালাতে সহায়তা করে বলে জানান ওসি।