চাঁদপুরে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আওলাদ নামে বরিশালগামী যাত্রীবাহী একটি লঞ্চ থেকে কমপক্ষে চার লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এগুলো জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে আজ শনিবার সকাল ১০টার দিকে মৎস কর্মকর্তা শফিকুর রহমানের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
হাবিবুর রহমান আরো জানান, জব্দ করা জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে ওই ঘটনায় জড়িত কাউকেই আটক করা যায়নি।