ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে খুবই ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে।
আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার হতেয়া নামকস্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পর যান চলাচল শুরু হয়। সড়ক দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন আহত হয়। এ ছাড়া মহাসড়কের গোড়াই, পাকুল্লা, এলেঙ্গা, রাবনা বাইপাস ও বঙ্গবন্ধু সেতুর পুর্বপাড় গোলচত্বর এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় যানজট অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে।