লক্ষ্মীপুরে খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরি তেরবেকি এলাকার একটি খাল থেকে বিলকিস আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিলকিস তেরবেকি এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। গত বছর ডিসেম্বর মাসে পার্শ্ববর্তী শাকচর গ্রামের তোফায়েল আহাম্মদের ছেলে রিকশাচালক আবু তাহেরের সঙ্গে তাঁর বিয়ে হয়। ঘটনার পর থেকে তাহের পলাতক আছেন।
বিলকিসের বাবা জাহাঙ্গীর আলমের অভিযোগ, রাতে তাঁর মেয়েকে ঘর থেকে বাড়ির পাশের খালপাড়ে ডেকে নিয়ে যায় তাহের। পরে শ্বাসরোধ করে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তাহের।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলকিসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর স্বামীকে আটক করতে পুলিশের চেষ্টা চলছে।