টাঙ্গাইলে লবণবোঝাই ট্রাক খাদে, দুজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হতেয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লবণের বস্তা বোঝাই একটি ট্রাক মহাসড়কের হতেয়া নামক স্থানে পৌঁছালে এর চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক এবং চালকের সহকারী নিহত হন।
ওসি আসাবুর রহমান বলেন, এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাঁদের লাশ থানায় রাখা আছে।
একই স্থানে আজ সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরাতে কয়েক ঘণ্টা সময় লাগে। এ সময় মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।