রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাসহ সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি দূর করতে তরুণ সমাজকে নেতৃত্বদানে এগিয়ে আসতে হবে।
লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শামছুল ইসলাম। এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মাহবুবুল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রিয়াজ, টুমচর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, অ্যাডভোকেট আবুল বাশার, অহিদুল হক বাবলু প্রমুখ।