ময়মনসিংহে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
ময়মনসিংহ শহরে আজ শনিবার আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে গোলাম মোস্তফা মস্তু (২৫) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আকুয়া এলাকায় আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ এলাকার বাসাবাড়িতে হামলা ও গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় মস্তুর মাথায় গুলি লাগে।
ঘটনার পরপর মস্তুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির আশঙ্কায় চিকিৎসকরা বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে ঢাকায় স্থানান্তর করেন।
মস্তুর ছোট ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমরা গাড়িতে শ্রমিকের কাজ করি। খাওয়া-দাওয়া শেষে আবার গাড়িতে ফিরে যাই। এই সময়ে তাঁরা আমাদের ওপর গুলি চালায়।’ তবে কে বা কারা হামলা চালিয়েছে তা বলতে পারেননি নজরুল ইসলাম।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।