বাংলাদেশে ভূমিকম্প হবে বলে মনে করি না : ত্রাণমন্ত্রী
দেশে ভূমিকম্প হওয়ার আশঙ্কা কম জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সহনশীল করার জন্য বাংলাদেশ সব সময় প্রস্তুত। বাংলাদেশে আমরা আশা করি, আল্লাহর রহমতে ভূমিকম্প হবে বলে আমরা মনে করি না।’
আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘ভূমিকম্প হলেও তাকে মোকাবিলা করার জন্য বাংলার জনগণ অত্যন্ত সজাগ, সচেতন এবং তারা এটি মোকাবিলা করতে পারবে বলে আমার বিশ্বাস। এটি (ভূমিকম্প) এমন একটি দুর্যোগ সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তবে যতটুকু যা করা দরকার ভলেন্টিয়ার (স্বেচ্ছাসেবক) তৈরি করা, প্রাথমিক পর্যায়ে ভূমিকম্প হয়ে যাওয়ার পর মানুষকে উদ্ধার করা, যন্ত্রপাতি ক্রয় করা, সব আমরা ব্যবস্থা করেছি। আশা করি আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব।’
পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।