অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা শুরু
হরতালের কারণে দুই দফা পেছানোর পর টানা অবরোধের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, শেষ হবে দুপুর ১২টায়।
২ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সেদিন হরতাল ডাকলে তা পিছিয়ে আজ শুক্রবার পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে তা রোববার অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০-দলীয় জোটের টানা হরতালের কারণে এসএসসির দুটি পরীক্ষা পেছানো হয়।
এবার সারা দেশে তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৫৬ জন। এদের মধ্যে ১১ লাখ ১০ হাজার ৩৩৯ জন সাধারণ শিক্ষা বোর্ড থেকে, দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড থেকে এক লাখ ১০ হাজার ২৯৫ জন অংশ নিচ্ছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এসএসসি পরীক্ষায় এবার বিদেশের আটটি কেন্দ্র থেকে ২৯৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে ১০ মার্চ, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ।
এসএসসি পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে সারা দেশে ১৬৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।