ফুলপুরে বজ্রপাতে নিহত ১, আহত ৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে আজ শনিবার দুপুরে বজ্রপাতে শরাফত আলী (৫৫) নামের এক ব্যক্তির মারা গেছেন। এ ছাড়া বজ্রপাতে উপজেলার বিভিন্ন গ্রামে চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চর গোয়াডাঙ্গা গ্রামের শিরিনা আক্তার (১৬), ছনধরা গ্রামের ইসমত আরা (৪৫), সাহাপুর গ্রামের আবদুল মালেক (২৩) ও রুবেল (১৯)। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, আজ দুপুরে চরনিয়ামত গ্রামের মাঠে গরু চরাতে যান শরাফত আলী। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।