শ্বশুরবাড়ির পাশে জামাইয়ের লাশ, স্ত্রী ও শাশুড়ি আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক যুবককে ‘হত্যার’ অভিযোগে তাঁর স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি রাস্তার পাশ থেকে সুমন হোসেন (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের বেপারি বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। আটকরা হলেন সুমনের স্ত্রী আমেনা আক্তার ও শাশুড়ি রহিমা বেগম।
নিহত সমুনের ভাই ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে জানান, চার বছর আগে একই উপজেলার কেথুড়ী গ্রামের প্রবাসী বেল্লাল হোসেনের মেয়ে আমেনার সাথে সুমনের বিয়ে হয়। কিন্তু মনোমালিন্যের কারণে তাঁরা আলাদা থাকতেন।
ইসমাইল হোসেন আরো দাবি করেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় আমেনা মোবাইল ফোনে সুমনকে তাদের বাড়িতে ডেকে নেয়। পরে রাতে পরিকল্পিতভাবে হত্যা করে সুমনের মৃতদেহ রাস্তার পাশে ফেলে রাখে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।