বাস উল্টে রাস্তায়, নিহতের সংখ্যা বেড়ে ৪
দিনাজপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুল করিম জানান, আজ বেলা পৌনে ৩টার দিকে এস কে পরিবহন নামের একটি বাস দিনাজপুর থেকে রংপুর যাচ্ছিল। সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টি খেয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত ১৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশু মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল এসে হতাহতদের উদ্ধার করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে বাসটি সড়কের ওপর পড়ে থাকায় দিনাজপুর-রংপুর সড়কে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে।