ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তীর দাবি, সড়ক অবরোধ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে জন্মজয়ন্তী উদযাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবিতে তাঁরা আজ শনিবার সড়ক অবরোধ করেন।
জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
অবরোধকারীরা জানান, আগামীকাল রোববার সকালের মধ্যে জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী পালনের ঘোষণা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।