যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
যশোরে পুকুরের সীমানাচিহ্ন সরে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই ফেরদৌস (৪০)। ছোট ভাই আবু দাউদও (৩৫) আহত অবস্থায় পুলিশ পাহারায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ফেরদৌস ও আহত আবু দাউদ সদর উপজেলার গোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আবু দাউদ জানান, তাঁদের একটি পুকুরে পাঁচ ভাইয়ের অংশ রয়েছে। বড় ভাই ফেরদৌস তাঁর পুকুরের অংশটুকু জাল দিয়ে ঘিরে দেন। গত ২৫ এপ্রিল ভূমিকম্পের দিন পানির চাপে সীমানাচিহ্ন হিসেবে ব্যবহার করা ওই জাল বেশ খানিকটা সরে যায়। এ নিয়ে শুক্রবার বিকেলে তাঁদের দুজনের মধ্যে তর্কবিতর্ক ও একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হয়। এ সময় তাঁরা আহত হন। শুক্রবার বিকেলে তাঁদের দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে মারা যান ফেরদৌস।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ফেরদৌস শ্রবণপ্রতিবন্ধী। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।