ঈদের ছুটি শেষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
টানা ছয়দিন ঈদের ছুটি কাটিয়ে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম।
আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হয় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
এ ছাড়া বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠা-নামার কাজ।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই কয়েকদিন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।