রাজবাড়ীতে তরুণের লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে সোবহান খানের (১৯) লাশ উদ্ধার করা হয়।
আবদুল মালেক খানের ছেলে সোবহান জমি ও কৃষিকাজ দেখাশোনা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোবহান গতকাল শনিবার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। আজ সকালে ৯টার দিকে এলাকাবাসী তাঁর লাশ দেখতে পায়। তাঁর সাথে থাকা বাইসাইকেল ও দুটি মোবাইল পাওয়া যায়নি।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে বাড়ির দেড় শ গজ দূরে মোল্লাপাড়ায় পরিত্যক্ত একটি বসতঘর থেকে সোবহানের লাশ উদ্ধার করে। তাঁর বাঁ চোখ উপড়ানো এবং গলায় আঘাতের চিহ্ণ রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো একসময় সোবহানকে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।