নোয়াখালীতে বাসে আগুন
নোয়াখালীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
সুধারাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে ঢাকা-সোনাপুর রুটের বাসটি টার্মিনালে রেখে চালক ও হেলপার খাবার খেতে যান। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির অনেকাংশ পুড়ে গেলেও সে সময় কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ওসি।