শ্রীনগরে বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে সমষপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদারীপুরগামী সার্বিক পরিবহনের বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীনগরের রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামের ওমর ফারুক (২৪), সিফাত (২২) ও সাইমন (২৪)।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, দুপুরে সমষপুর বাসস্ট্যান্ডে শ্রীনগরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় সার্বিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৩৫)। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।