চালক হত্যার প্রতিবাদে বরগুনায় পরিবহন ধর্মঘট
বরগুনায় গোলাম হায়দার (৩৮) নামের একজন বাসচালককে হত্যাকাণ্ডের ঘটনায় ইঞ্জিনচালিত সব পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে আজ সোমবার সকাল থেকে দূরপাল্লার পরিবহনসহ সব যান বরগুনা দিয়ে চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বিরোধের জের ধরে কে বা কারা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামে বাসচালক গোলাম হায়দারকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরগুনা জেলা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু বলেন, ‘এক বাসচালক ও জেলা শ্রমিক ইউনিয়নের সদস্যকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নসহ সব শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে ইঞ্জিনচালিত পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।’
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম জানান, পুলিশ এরই মধ্যে বাসচালক হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।