ঢাকায় সিএনজিচালক হত্যার আসামি বাউফলে গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জ থানায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামি জাকির হোসেন হাওলাদারকে (৩৫) পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার গভীর রাতে জাকিরকে উপজেলার নওমালা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জাকিরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোফাজ্জেল হোসেন জানান, চালককে অপহরণের পর হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
কেরানীগঞ্জের মুখ্য বিচারিক হাকিম অভিযোগপত্র গ্রহণ করে জাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরই গতকাল গভীর রাতে গ্রামের বাড়ি থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।