কেন্দ্রীয় নেতাকে বরগুনা জেলা বিএনপির সংবর্ধনা
বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হওয়ায় ফিরোজ-উজ-জামান মামুনকে সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা বিএনপি।
আজ সোমবার বিকেলে বরগুনার পুরাতন লঞ্চঘাট চত্বরে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় জেলা বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সহসভাপতি গোলাম ছগির মজনু, সদর থানা বিএনপির আহ্বায়ক এ জেড এম সালেহ ফরুক, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম শফিকুজ্জামান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন প্রমুখ।
জেলা বিএনপি আয়োজিত এ সংবর্ধনায় অংশ নিতে ফিরোজ-উজ-জামান মামুনের সফরসঙ্গী হয়ে বরগুনা আসেন যুবদল কেন্দ্রীয় সংসদের সদস্য কামরুজ্জামান মিলন, বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর জন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুল হান্নান মিয়া, যুগ্ম সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার ভাতিজা মো. ফিরোজ-উজ-জামান মামুন বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একজন কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০৮ সালে তিনি জাতীয়তাবাদী বিমান শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হন। এ পদে থেকে ২০১১ সালে তিনি আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) আমন্ত্রণে ইতালি সফর করেন। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। সর্বশেষ চলতি বছর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।