নাশকতার প্রতিবাদে রোববার সারা দেশে ১৪ দলের মানববন্ধন
চলমান হরতাল-অবরোধ ও নাশকতার প্রতিবাদে আগামী রোববার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে মানববন্ধন করবে ১৪ দল। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিএনপি বা ২০-দলীয় জোটের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘সংলাপের প্রশ্নই ওঠে না। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব এবং পরাজিত করব ইনশাআল্লাহ।’
বাংলাদেশের বর্তমান অস্থিরতায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘এটা তাদের রুটিন উদ্বেগ। এতে আমাদের কিছু যায়-আসে না।’
এ ছাড়া গতকাল রাতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুরের বাসায় আইনমন্ত্রীর বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—তা জানতে চাইলে মন্ত্রী বলেন, সেখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনিসহ ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।