ময়মনসিংহে রাজ্জাক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুরগি ব্যবসায়ী আবদুর রাজ্জাক ফকিরকে খুন করে ছিনতাইয়ের মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ ও ১০ বছরের সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহের চতুর্থ অতিরিক্ত জেলা জজ মো. জহিরুল কবীর এই আদেশ দেন।
সাজা পাওয়া আসামিরা হলেন মীর জাহান, এমদাদুল হক, আনিছুর রহমান ও জিয়াউল হক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তারাকান্দার মধুপুর বাজারের কাছে আসামিরা রাজ্জাক ফকিরকে হত্যা করে ভ্যানভর্তি মুরগি ও ১৪ হাজার টাকা ছিনতাই করে। এলাকাবাসী প্রথমে মীর জাহানকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে রাজ্জাকের লাশ উদ্ধার এবং অপর তিন আসামিকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় রাতেই রাজ্জাকের বড় ভাই হযরত আলী ফকির তারাকান্দা থানায় মামলা করেন। আদালত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ৩০২ ধারায় মৃত্যুদণ্ডাদেশ এবং ৩৯৪ ধারার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী কৌঁসুলি (এপিপি) মাহবুবুল আলম ফরিদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।