দিনাজপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের বিরল উপজেলায় পুনর্ভবা (কাঞ্চন) নদী থেকে দোলন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
দোলনের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকায়। তাঁর বাবা প্রয়াত নাঈম।
স্থানীয় কিছু লোকের ভাষ্য, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে মৃত্যু হয় দোলনের। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিতের দাবি, পুলিশ কোনো অভিযান পরিচালনা করেনি। দোলন একজন মাদকসেবী। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
ওসি আরো বলেন, দোলনের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।