হাকিমপুরে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার শান্তির মোড় থেকে ১৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে অমিত হাসান (২০) ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আবু বক্কর (২২)।
বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে ফেনসিডিল পাচার হচ্ছে বলে ক্যাম্পে খবর আসে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শান্তির মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহ হলে দুই যাত্রীকে নামিয়ে অটোভ্যানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে অটোভ্যানে রাখা ১৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।