হিলিতে চোরাচালানির ছোড়া পাথরে বিজিবি সদস্য আহত
দিনাজপুরের হিলি সীমান্তে ট্রেনে চোরাই পণ্য তুলতে বাধা দেওয়ায় ভারতীয় চোরাচালানিদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির হিলি তল্লাশিচৌকির কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, পার্বতীপুর থেকে রাজশাহীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনটি হিলি রেলস্টেশন পেরিয়ে সীমান্তের ৩০০ গজ দূরে থেমে যায়। এ সময় চোরাচালানিরা বাংলাদেশ অংশে ঢুকে এপারের চোরাচালানিদের সহযোগিতায় ভারতীয় চোরাই পণ্য ট্রেনে তুলতে থাকে। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ সময় হিলি চেকপোস্ট ক্যাম্পের নায়েক আবদুল হান্নানের কপাল ফেটে যায়।
আবদুল মান্নান আরো জানান, এ ঘটনার পর বিজিবির সদস্যরা সেখান থেকে ভারতীয় থ্রিপিস, শাড়ি, বিস্কুটসহ এক লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছেন।
এ ব্যাপারে হিলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।