টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মির্জাপুরের কুমারজানি এলাকায় মা ফিলিং স্টেশনের কাছে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারকাজ চালান।