নেত্রকোনায় ধানকাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত
নেত্রকোনার কলমাকান্দায় ধানকাটা নিয়ে সংঘর্ষে জালুমিয়ার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের জালুমিয়ার লাশ কলমাকান্দা থানায় নেওয়া হয়ছে। ময়নাতদন্তের জন্য আজ দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বাবুল জানান, জালুমিয়ার সঙ্গে একই এলাকার পল্লীচিকিৎসক আমির হোসেনের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে ৬টার দিকে জালুমিয়াসহ তাঁর লোকজন ওই জমিতে ধান কাটতে যান। এ সময় আমির হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে জালুমিয়া ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত রজব আলী (৩২) ও আনসার আলীকে (২৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।