হাকিমপুরে শিয়ালের কামড়ে ৫ জন আহত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এঁদের মধ্যে মোমিন হোসেন (৪০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত মোমিনের বড় ভাই গোলাম মোস্তফা ও কয়েকজন গ্রামবাসী জানায়, গতকাল বুধবার সকালের দিকে লোহাচড়া গ্রামের মাঠে ছাগল চড়াতে যান মোমিন হোসেন। এ সময় সেখানে আনোয়ার হোসেন নামের এক বালক গরু চড়াচ্ছিল। তখন একটি শিয়াল দৌঁড়ে এসে আনোয়ারকে কামড় দিলে সে তুলশীগঙ্গা খাড়িতে লাফ দিয়ে প্রাণে রক্ষা পায়।
এরপর শিয়ালটি মোমিনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁর মুখে, কানে, হাতে ও পায়ে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করতে থাকে। মোমিনের চিৎকার শুনে এক নারী দ্রুত গ্রামে খবর দেন। লোকজন এগিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে মোমিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লোহাচড়া গ্রামের লোকজন জানায়, শিয়ালটি পালিয়ে যাওয়ার সময় আরো তিনকে কামড় ও আঁচড়ে দিয়ে যায়। শিয়ালের ভয়ে লোহাচড়া গ্রামসহ আশপাশের গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ জানান, গুরুতর আহত মোমিনকে প্রতিষেধক টিকাসহ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর মুখের থুতনি, কানে, হাতে ও পায়ের ক্ষত-বিক্ষত স্থানে ১৫-২০টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজ দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।