নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন ও শান্ত নামের দুই কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জের ভুলতা পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুলফিকার জানান, গতকাল রাতে গোলাকান্দাইল এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জয়নাল নিহত হয়। আহত হয় আরো দুজন। এলাকাবাসী কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত জয়নাল এসএসসি পরীক্ষার্থী ছিল।
অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, আজ শুক্রবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বাইসাইকেল চালাতে গিয়ে ট্রাকের চাপায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শান্ত (১২) মারা যায়। উত্তেজিত জনতা চালককে ধরতে না পারলেও ট্রাকটি আটক করেছে।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।