রাজবাড়ীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজসহ কুদ্দুস মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার কুদ্দুস মণ্ডল চরমপন্থী এমএল-লাল পতাকার (পূর্ব বাংলা সর্বহারা) রাজবাড়ী অঞ্চলের প্রধান। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ী ক্যানেল পাড়ে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুদ্দুস মণ্ডলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মাটির নিচে পুঁতে রাখা অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তাঁকে নিয়ে রাতেই পুলিশ কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে একটি বাড়ির কলাবাগানের মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার করতে যায়। এ সময় ওত পেতে থাকা চরমপন্থী কুদ্দুস বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছোড়ে। এ সময় কুদ্দুস মণ্ডলের বাঁ পায়ে গুলি লাগে। পুলিশও পাল্টা ১১টি গুলি ছোড়ে।
ওসি আরো জানান, এ সময় ইটপাটকেলের আঘাতে দুজন সহকারী উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হন। চরমপন্থী কুদ্দুস মণ্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কুদ্দুস মণ্ডলের বিরুদ্ধে পাংশা থানায় খুন, অস্ত্রসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এ বিষয়ে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।