মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আছিয়া খাতুন ওই গ্রামের কৃষক আনিছুর রহমানের মেয়ে। তিনি মেহেরপুর সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তরিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, আজ সকালে আছিয়া নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দেন। কিন্তু মাল্টিপ্লাগ কাজ করছিল না। বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় মাল্টিপ্লাগটি মেরামতের উদ্যোগ নেন তিনি। মাল্টিপ্লাগ খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে বাড়ির লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।