ফেনীতে পেট্রলবোমায় কাভার্ডভ্যান শ্রমিক দগ্ধ
ফেনী সদর উপজেলার লালপুলে কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলায় চালকের সহকারী বাচ্চু হাওলাদার (১৮) অগ্নিদগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
বাচ্চু হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মৃত ছহমদ হাওলাদারের ছেলে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ জানান, আজ শুক্রবার ভোরে লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধকারীরা চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা ছোড়ে। এতে কাভার্ডভ্যানের চালকের সহকারী বাচ্চু হাওলাদার দগ্ধ হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হবে।