সেনাসদস্যের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য মোমিনুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কবরস্থানে আজ মঙ্গলবার দুপুরে তাঁর লাশ দাফন করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে মোমিনুলের লাশ মেহেরপুর স্টেডিয়াম মাঠে পৌঁছায়। এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রুহুল আমিনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল নিহত মোমিনুলের বড় ভাই শফিউদ্দীনের হাতে লাশ তুলে দেয়। পরে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশের দাফন সম্পন্ন করা হয়। নিহত মোমিনুল ওই গ্রামের সৌখিন ইসলামের ছেলে।
ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন জানান, এইচএসসি পাস করার পর মোমিনুলের স্ত্রী শাহানাজের সেনাবাহিনীতে চাকরির ব্যবস্থা করা হবে। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে মোমিনুলের ছেলে ও মেয়ের পড়ালেখার সব খরচ বহন করা হবে।
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় স্ত্রী, শাশুড়ি ও এক ছেলেকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের চাপায় বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৬ বেঙ্গল রেজিমেন্টের ল্যান্স করপোরাল মোমিনুল হক নিহত হন। বাকি তিনজন আহত হন।