শ্রমিকদের দ্বন্দ্বে দিনাজপুরে হঠাৎ বাস চলাচল বন্ধ
দিনাজপুর শহরের চাউলিয়া পট্টি বাসস্ট্যান্ডে আজ শনিবার এক বাস শ্রমিককে মারধরের ঘটনায় তিন পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
হঠাৎ করে দিনাজপুর-সেতাবগঞ্জ, দিনাজপুর-বিরল ও দিনাজপুর-কাহারোল সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় অসংখ্য যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাসশ্রমিকদের একটি পক্ষের ১০-১৫ জন সন্ত্রাসী শহরের চাউলিয়া পট্টি বাসস্ট্যান্ডে রেইনবো পরিবহনের বাস চালকের সহকারী রাজ্জাককে বাস থেকে নামিয়ে নদীর ধারে নিয়ে মারধর করে। এ ঘটনায় আহত শ্রমিকের পক্ষের শ্রমিকেরা সড়কে বাস রেখে হঠাৎ করে চলাচল বন্ধ করে দেন।
এদিকে শ্রমিক নেতারা জানান, যতক্ষণ পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় না আনা হচ্ছে, ততক্ষণ তিনটি পথে বাস চলবে না।