বাসের ধাক্কায় উল্টে গেল বাস, আহত ১৫
দিনাজপুর-দশমাইল সড়কের বাঁশেরহাট নামক স্থানে বাসের ধাক্কায় এইচ এ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল করিম জানান, আজ দুপুর ২টায় রংপুর থেকে দিনাজপুর অভিমুখে আসা এইচ এ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন দিক থেকে অপর একটি বাস ধাক্কা দেয়। এতে এইচ এ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় বাসের অন্তত ১৫ জন আহত হয়। তাদের দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার জিয়া সেতু সড়কের পাশে নসিমনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক নারী (৪২) নিহত হয়েছেন। খানসামা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।