বেনাপোলে ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোল উপজেলার বারোপোতা গ্রাম থেকে ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ মঙ্গলবার সকালে এসব কচ্ছপ আটক করা হয়।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, বাংলাদেশ থেকে বিরল প্রজাতির কিছু কচ্ছপ পাচার হয়ে ভারতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বারোপোতা সীমান্তে অভিযান চালান। এ সময় বস্তায় ভর্তি ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ আটক করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানিরা। আটক কচ্ছপের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কমান্ডার।